রাজনৈতিক দলের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা
আগামী শনিবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দৈনিক সূচি থেকে এ তথ্য জানা যায়।
সূচি অনুযায়ী, শনিবার বেলা ৩টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শুরু হবে মতবিনিময়। চলবে রাত ৮টা পর্যন্ত। তবে এতে কোন কোন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে তা জানা যায়নি। মতবিনিময়ের আলোচ্যসূচি সম্বন্ধেও কোনো ধারণা মেলেনি।
গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী–প্রতিমন্ত্রী–সংসদ সদস্যরা আত্মগোপনে আছেন। অনেকেই বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন।
এ পরিস্থিতিতে গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এর আগেও বিভিন্ন সময় বিএনপি, জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন ড. ইউনূস। তবে এসব আলোচনায় আওয়ামী লীগ বা তাদের রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের কোনো নেতাকে দেখা যায়নি।
এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে পরবর্তী নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার এখনও এ বিষয়ে কোনো ধারণা দেয়নি।
গত বুধবার ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, ‘ছাত্রদের নেতৃত্বে বিপ্লব অন্তর্বর্তী সরকারকে দেশ পুনর্গঠনের এক অনন্য সুযোগ এনে দিয়েছে। এটি একটি বড় দায়িত্ব। কিন্তু আমরা এটিকে একটি বড় সুযোগ হিসেবে দেখছি। যদি আমরা এই সুযোগটি কাজে লাগাতে না পারি, তবে এটি একটি বড় ব্যর্থতা হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণ যতদিন চায় বা যতক্ষণ চায় ততদিন থাকবে।’
বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা আশাবাদী অন্তর্বর্তী সরকার আন্তরিকতা, দেশপ্রেম ও যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা দেশকে একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা নির্বাচনের দিকেও যেতে পারবেন। প্রয়োজনীয় সংস্কারসমূহ পূরণ করবেন বলে আমরা মনে করি। প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।’