বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা জমা পড়েছে। আজ (শুক্রবার, ৩০ আগস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির ত্রাণ কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় মানুষকে গুম বিষয়ে জাহিদ হোসেন বলেন, আয়নাঘরের মতো অনেক শব্দের জন্ম দিয়েছে আওয়ামী লীগ। ৭শ’রও বেশি মানুষকে তাদের আমলে গুম করা হয়েছে।’

আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে আমাদের শপথ নিতে হবে আওয়ামী লীগকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের কয়েকটি জেলায় ভারতসৃষ্ট বন্যায় মানুষ অসহনীয় দুর্ভোগে দিন পার করছেন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, ‘বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা জমা পড়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আড়াই কোটি টাকা জমা পড়েছে।’

তিনি আরও জানানা ত্রাণ কার্যক্রমে অংশগ্রহন করার জন্য দলের সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বানভাসিদের পাশে দাড়িয়েছে বলেও জানান তিনি।

বিএনপি বন্যার্তদের পাশে রয়েছে। বিএনপি ত্রাণ কার্যক্রম কয়েক বছর ধরে দিয়ে আসছে বলেও জানান তিনি।