নেপালকে হারিয়ে শিরোপা ঘরে আনতে চায় বাংলাদেশ

সেমিফাইনালে ভারতকে ট্রাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। লাল-সবুজের যুবাদের স্বপ্ন এবার শিরোপা ছোঁয়ার। ফাইনালে প্রতিপক্ষ নেপাল। স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় কোচ মারুফুল হকের দল।

বুধবার ফাইনালে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩ টায় কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল। শিরোপার লড়াই সামনে রেখে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে যুবাদের কোচ মারুফুল হক শুনিয়েছেন আশার কথা।

বলেছেন, ‘নেপালের স্কোয়াডটা ভালো। খেলোয়াড়রা এই মাঠে খেলেই বড় হয়েছে। তাদের মাঠটি হাতের তালুর মতো পরিচিত। সবকিছু বিবেচনা করে আমরা যদি খেলোয়াড়দের ফুল ফিটভাবে মাঠে রাখতে পারি এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি তাহলে ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো।’

নিয়মিত অধিনায়ক গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৬৫ মিনিটে আহত হয়ে মাঠ ছেড়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। তার না থাকাটা ভাবাচ্ছে না মারুফুলকে। বলেছেন, ‘নিয়মিত অধিনায়ক শ্রাবণ গতকাল ব্যথা পেয়েছে। তবে এখন সে আশঙ্কামুক্ত। আজ সকালে হাসপাতাল থেকে হোটেলে ফিরেছে। তার একটা ছোট অপারেশন প্রয়োজন, সেটা আমরা দেশে গিয়ে করাবো। আসিফ নিজেকে প্রমাণ করেছে, দেখিয়েছে সে শ্রাবণের জায়গা নেয়ার জন্য প্রস্তুত।’

শ্রাবণ না থাকায় দলের নেতৃত্ব দেবেন আশরাফুল হক আসিফ। শিরোপাটা নিজের হাতে তুলে নেয়ার লক্ষ্য তার। বলেছেন, ‘নেপাল ভালো দল। তারা স্বাগতিক। এটা তাদের বাড়তি সুবিধা দেবে। মাঠ ও সমর্থকদের সমর্থন তারা পাবে। তবে আমরা আমাদেরটা দেখাবো। ভারতকে হারানোর পর আমরা মানসিকভাবে অনেক শক্তিশালী। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি এবং কোচের পরিকল্পনা অনুযায়ী খেলি, তবে আমরাই শিরোপা জিতবো।’

গ্রুপপর্বে একই গ্রুপে ছিল দুই দল। সে লড়াইয়ে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছিল স্বাগতিক নেপাল।