ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩০তম ব্যাচের নবীনবরণ

৭ নভেম্বর সকাল ১০টায় মহাখালীস্থ রাওয়া কনভেনশন সেন্টারের ‘হেলমেট হল’-এ অনুষ্ঠিত হয় ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩০তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান। মনোমুগ্ধকর, বর্ণিল, আনন্দমুখর নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয়া হয় একাদশ শ্রেণির ১,৪০০ জন শিক্ষার্থীকে। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর অধ্যাপক ড. এস. এম হাফিজুর রহমান এবং কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আরিফ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ অত্র কলেজের শিক্ষার্থী সৈয়দ নাজমুল হাসান-এর মা নাজমা আক্তার-এর হাতে ৫০,০০০.০০ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি। এছাড়াও অনুষ্ঠানে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩-এ ছাত্রীদের ফুটবলে চ্যাম্পিয়ন টিম এবং ক্রিকেটে রানার্স আপ টিম-কে সংবর্ধনা প্রদান করা হয়।
নবীনবরণ অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলেজের সাংস্কৃতিক ক্লাব নন্দন কাননের শিল্পীবৃন্দ এবং ব্যান্ড সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড Subconscious.