টানবাজার নিয়ে সিনেমা, যাচ্ছে সেন্সরে
এশিয়ার বৃহৎ যৌনপল্লী ছিল নারায়ণগঞ্জের টানবাজার। এটি নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘রংবাজার’। ৪০০ বছরের পুরনো এই পল্লী ১৯৯৯ সালের জুলাইয়ের এক রাতে গুঁড়িয়ে দেওয়া হয়।
সেই গল্প নিয়ে ২০২২ সালে সিনেমা নির্মাণ করেছিলেন রাশিদ পলাশ। নির্মাতা জানান, সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই এটি পাঠানো হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে।
গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও লাইভ টেকনোলজিস’র প্রযোজনায় এই সিনেমার নাম ‘রংবাজার’। আগে এর নাম রাখা হয়েছিল ‘টানবাজার’।
জানান, গল্পটি স্পর্শকাতর। মনে ভয় ছিল, সেন্সরে একবার জমা দিলে যদি তার সিনেমাটি আটকে দেয়! তাই বিষয়টি নিয়ে এতদিন কথা বলেননি তিনি।
নির্মাতা রাশিদ পলাশের কথায়, ‘এখন দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। আশা করছি, আর সমস্যা হবে না। সিদ্ধান্ত নিয়েছি দ্রুত সময়ের মধ্যে ছবিটি মুক্তির আশায় সেন্সরে জমা দেওয়ার।’
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, নাজনীন চুমকি, মৌসুমী হামিদ, তানজিকা আমিন, জান্নাতুল পিয়া, লুৎফর রহমান জর্জ, বড়দা মিঠুসহ অনেকে।
সিনেমাটি প্রসঙ্গে রাশিদ পলাশ বললেন, ‘ছবিটি সত্য ঘটনা অবলম্বনে। এ ধরনের গল্প নিয়ে যারা ছবি নির্মাণ করেছেন, তাদের ছবিগুলো একের পর এক সেন্সর বোর্ডে আটকে গেছে। আমিও ভয় পেয়েছিলাম। কারণ স্পর্শকাতর গল্প নিয়ে ছবিটা। যদিও আমি অতিরঞ্জিত কিছু দেখাইনি। তার পরও কথায় আছে, চুন খেয়ে গাল পুড়লে দই দেখলেও ভয় লাগে।’