এবার মমতার বিরুদ্ধে এফআইআর
কলকাতার আরজি কর হাসপাতালে সম্প্রতি নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল ভারত। এ নিয়ে বেশ চাপে পড়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পদত্যাগ চেয়ে আন্দোলন হচ্ছে। এবার এক মন্তব্য ঘিরে মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে দিল্লিতে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বুধবার এক মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘বাংলায় যদি আগুন লাগান, অসম, উত্তর-পূর্বও থেমে থাকবে না……। বাংলা জ্বললে থেমে থাকবে না দিল্লিও।’
এই মন্তব্য উসকানিমূলক দাবি করে দিল্লি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন বিনীত জিন্দাল নামের এক আইনজীবী। মমতা বিজেপি শাসিত রাজ্যের নাম নিয়ে ‘হুমকি’ দিয়েছেন বলে অভিযোগ তাঁর।
বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বাংলাদেশ ইস্যুও চলে আসে। তিনি বলেছিলেন, ‘কেউ-কেউ মনে করছেন, এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র। ভাবতবর্ষ একটা আলাদা রাষ্ট্র।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন? মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, অসমও থেমে থাকবে না, উত্তর-পূর্বও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, ওড়িশাও থেমে থাকবে না। আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব।’